logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

ঝোপের মধ্যে পড়ে ছিল যুবতীর লাশ

অজ্ঞাত, যুবতী, সরিষাবাড়ী
ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তিন নম্বর ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা এলাকা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা এলাকার পাকা সড়কের পূর্ব পাশের একটি ঝোপের মধ্যে এক যুবতীর গলায় ওড়না পেঁচানো মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন।

সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার এসআই গোলাম সাকলায়েনের নেতৃত্বে একদল পুলিশ অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি একনজর দেখতে দলে দলে লোক আসলেও কেউ তার পরিচয় জানাতে পারেনি। এলাকার লোকজনের ধারণা বৃহস্পতিবার রাতের আঁধারে কেউ গলায় ওড়না পেঁচানো মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রেখে যায়।

সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, শুক্রবার সকালে একটি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেবি

RTVPLUS