• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭

নেত্রকোনা প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৪
জুয়া, আটক, সাংবাদিক

নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত রাতে মোক্তারপাড়া এলাকায় লইয়ার্স প্লাজা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও সতরো হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম বিপ্লব, নেত্রকোনা এলজিইডি অফিসের হিসাব রক্ষক আবু সাইদ মজুমদার, ঠিকাদার শহীদুল ইসলাম লিটন, মির্জা আজিজুর রহমান, রইছ মো. হাবিব খান মুক্তি, ব্যবসায়ী মো. আবুল হোসেন ও শেখ আবুল কালাম। এদের মধ্যে হিসাব রক্ষক আবু সাইদ মজুমদার ছাড়া সবার বাড়ি শহরের বিভিন্ন এলাকায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে খবর পেয়ে লইয়ার্স প্লাজায় অভিযান চালানো হয়। সেখান থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh