logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

উঠানের কুয়ায় পড়ে প্রাণ গেল শিশুর

যশোর প্রতিনিধি
|  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪
শিশু, মৃত্যু, প্রাণ
যশোরের শার্শা উপজেলায় বাড়ির উঠানের কুয়ায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আহাদ আলী (২)। সে ওই গ্রামের আক্তার আলীর ছেলে।

স্বজনরা জানান, সন্ধ্যায় শিশুটি খেলা করতে গিয়ে উঠানের পাশে কুয়ার পড়ে যায়। শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

পরে কুয়ায়ি শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলা (নাভারন) স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

 শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, রাতে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে এখানে আসার আগেই শিশুটি মারা গেছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়