• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির মৃত্যু (ভিডিও)

কুষ্টিয়া প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৯

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা ৮০০ ছাড়ালেও এই প্রথম একজন রোগীর মৃত্যু হলো।

নিহত নারীর নাম মিনা খাতুন (২১)। তিনি ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, গেল রোববার দুপুরে মিনা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়। গতকাল সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও মিনা খাতুন সেখানে যায়নি।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮০০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হলো। কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা কুষ্টিয়ায় চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোসা. নুরুন নাহার বেগম আরটিভি অনলাইনকে জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh