• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এখনও হয়নি হোসেনি দালানে বোমা হামলা মামলার বিচার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪

প্রায় চার বছরেও শেষ হয়নি রাজধানীর হোসেনি দালানে বোমা হামলা মামলার বিচার। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুন্যালে এখন চলছে মামলার সাক্ষ্য গ্রহণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, নব্য জেএমবি এই হামলায় জড়িত। তার আশা, আগামী বছরের প্রথম দিকেই মামলার বিচার শেষ হবে।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে রাজধানীর হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়ে নৃশংস বোমা হামলা।

ভয়াবহ ওই হামলায় প্রাণ হারায় এক কিশোরসহ দুইজন। আহত হয় আরো প্রায় ৫০ জন। ঘটনার পর চকবাজার থানায় দায়ের করা হয় মামলা। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহাদাত ওরফে আল বাণী ২০১৫ সালের ২৫ নভেম্বের এবং ১৩ জানুয়ারি জেএমবি কমান্ডার আব্দুল বাকি ও সাইদ ওরফে হিরণ গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়।

এরপর প্রায় দুই বছর পর তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গঠনের আদেশ দেয় আদালত। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও মামলার বিচার শেষ হয়নি।

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুন্যালের স্পেশাল পিপি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামী বছরের প্রথমদিকে মামলার বিচার শেষ হবে।

আসামিদের মধ্যে চারজন উচ্চ আদালতের আদেশে জামিনে। বাকি ছয়জন কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
১৪ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
বিজয় মিছিলে বোমা হামলা, স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীর মৃত্যু
X
Fresh