• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে মারামারি থামাতে গিয়ে যুবক খুন, আটক ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৯
লক্ষ্মীপুর মারামারি

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বাবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার উত্তর হামছাদীর বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই এলাকার মৃত শহিদ উল্ল্যাহর ছেলে ও পেশায় দিনমজুর।

এ ঘটনায় জড়িত সোহেলসহ ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। এদিকে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় শহিদ ও সোহেল। এসময় বাবুল হোসেন তাদের থামাতে গেলে বাবুলকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, হামলাকারী সোহেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরের দুই উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম 
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
দেড় মাস বয়সী নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির 
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
X
Fresh