• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর সুতার কারখানায় আগুন

সাভার প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮
আশুলিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর সুতার কারখানায় আগুন
আশুলিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর সুতার কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানায়, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় মন্ত্রীর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবরে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশী হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইনালে উঠতে রিয়াল-বায়ার্নের আগুনে লড়াই
আবাসিক হোটেলে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
২২ বছরে ২৫ বার পুড়েছে সুন্দরবন
X
Fresh