• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ১

লালমনিরহাট প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরও একজনকে আটক করেছে বিএসএফ।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে সীমান্তের ৩ নম্বর পিলার দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু পারাপার করতে থাকে। এসময় ভারতীয় উড়াল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ওই ছোড়া গুলিতে ঘটনাস্থলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মোহাম্মদপুর ছেলে বাবুল হোসেন ওরফে কালু (৪২) নিহত হন।

এ ঘটনায় একই উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চর এলাকার গোলজার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে আটক করে বিএসএফ।

৫১ বিজিবি পানবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ওই দুই জনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh