• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১
পাবনা বাস ধর্মঘট

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মোটর শ্রমিকরা। গেলো রাতে পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়ন এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে। সোমবার সকাল থেকে পাবনার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে নিচ্ছেন। ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু শুধু আশ্বাস দিয়ে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটর মালিক গ্রুপ।

এ কারণে মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা।

এদিকে, কর্মবিরতি শুরুর পর আজ সোমবার সকালে পাবনা থেকে কোনো কোচ বা বাস ছেড়ে যায়নি। এতে করে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা মালিকপক্ষের কাছে মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার সিদ্ধান্ত নিলেও মালিকরা আমাদের মজুরি বাড়াচ্ছে না। আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছি।

তবে মোটর মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যানপ্রার্থীর মুক্তি
পাবনায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান আটক
পুলিশের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবিদ্ধ ১
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল’
X
Fresh