• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মুক্তি

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ১৬:১৪
আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যানপ্রার্থীর মুক্তি
ছবি : সংগৃহীত

বিপুল পরিমাণ টাকাসহ‌ র‍্যাবের হাতে আটক পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনসহ আটক ১১ জনকে ১২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-১২ পাবনা ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।

তিনি বলেন, আটকের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। যে টাকা জব্দ করা হয়েছিল তা নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। জব্দকৃত টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং শাহীনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে বিষয়টি আরও তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

মুক্তি পাওয়ার পর চেয়ারম্যানপ্রার্থী শাহিনুজ্জামান শাহীন বলেন, নির্বাচনী সকল ব্যয় পরিশোধের জন্য টাকাগুলো আনা হচ্ছিল। এটা কোনো অসৎ উপায়ের জন্য ব্যবহার হচ্ছিল না। সম্পূর্ণ বৈধ টাকা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

শাহিনুজ্জামান শাহীন আরও বলেন, আমার বিজয় ঠেকাতে রাজনৈতিক প্রতিপক্ষরা শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমাকে আটকের ঘটনা খুবই দুঃখজনক ছিল।

উল্লেখ্য, সোমবার (৬ মে) রাত সাড়ে রাত ১২টার দিকে সুজানগরের চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যানপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করে র‍‍্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান রাজীব 
পাবনায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
X
Fresh