• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৯, ১৩:৫৬
ডেঙ্গু রোগী
কুষ্টিয়ায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এতে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৫২৫ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে এ হাসপাতালে শিশুসহ মোট ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত এই ৮ জন রোগী ভর্তি হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, গত দুই সপ্তাহ আগে প্রতিদিন গড়ে যেখানে ২০-২২ জন রোগী ভর্তি হয়েছে, এখন সেটি কমে ১০-১২ জনে নেমে এসেছে।

তিনি বলেন, আশা করছি যতদিন যাবে এ সংখ্যা আরও কমে আসবে। সর্বচ্চো সতর্কতার সঙ্গে রোগীদের চিকিৎসা দেয়ায় কুষ্টিয়ায় এখনো পর্যন্ত চিকিৎসাধীন কোনও ডেঙ্গু রোগী মারা যায়নি।


আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh