• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মহাদেবপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নওগাঁ প্রতিনিধি

  ২৪ আগস্ট ২০১৯, ২৩:৫০
সাংবাদিক, হামলা, সন্ত্রাসী

নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক এমদাদুল হক দুলু।

শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজী সড়কের সাড়াশন নামক স্থানে ঘটনাটি ঘটে। দুলু কালের কণ্ঠের বদলগাছী ও মহাদেবপুর উপজেলা প্রতিনিধি এবং বদলগাছি উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

সাংবাদিক দুলু জানান, মহাদেবপুরে সংবাদ সংগ্রহ শেষে গ্রামের বাড়ি বদলগাছি যাচ্ছিলাম। এ সময় দুটি মোটরসাইকেল করে চারজন যুবক আমার পথ রোধ করে। এরপর কিছু বুঝে উঠার আগেই তারা লোহার রড দিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় সংবাদকর্মীরা আমাকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করায়।

তিনি আরও জানান, ঘটনার সময় সন্ত্রাসীদের হামলায় আমার হাত, ঘাড় ও মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে হামলাকারীদের কাউকে চেনা যায়নি।

এবিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে সাংবাদিক দুলু থানায় একটি মামলা দায়ের করেছেন।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন
‘এক-দুটি সিনেমায় কাজ করেই তারা ঠিকই সুযোগটি লুফে নিচ্ছে’
পরিবেশ সাংবাদিকতার সুরক্ষায় প্রতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি
X
Fresh