logo
  • ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬

গুলশানে আরটিভি’র এর উদ্যোগে হলো ডেঙ্গু সচেতনতামূলক মানববন্ধন (ভিডিও)

আপেল শাহরিয়ার
|  ২৩ আগস্ট ২০১৯, ১২:১৬ | আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৬:০৭
ডেঙ্গু প্রতিরোধের জন্য জনসচেতনতা তৈরিতে ‘জমা পানির ক্ষমা নাই’ শ্লোগানে  এবার রাজধানীর গুলশানে আরটিভি ও ‘ডেটল-হারপিক : পরিচ্ছন্ন বাংলাদেশ’- এর উদ্যাগে হলো মানববন্ধন। কর্মসূচি থেকে নিজ নিজ আঙ্গিনা ও ঘরের আশপাশকে জমা পানিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

ঘর পরিষ্কার হলে দেশ পরিষ্কার হবে, ডেঙ্গু থেকে মুক্তি পাবে- শ্লোগানে রাজধানীর গুলশান পার্কে মানববন্ধন পালিত হয়। তবে সাধারণ মানুষকে সচেতন করতে, কর্মসূচির মূল শ্লোগান ছিলো, ‘জমা পানি ক্ষমা নাই’। এতে অংশ নেন, গুলশান রানার্স ও গুলশান সোসাইটির সদস্যরাও।

বেঙ্গল গ্রুপ ও আরটিভি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সবার সচেতনতাই পারে, ডেঙ্গু রোগের ভাইরাসের বাহক এডিস মশা নির্মূল করতে।

অন্যান্যদের সঙ্গে মানববন্ধনে উপস্থিত ছিলেন, আরটিভি’র উর্ধতন কর্মকর্তারা। তারা জানান, জনসচেতনতামূলক এই কর্মসূচি, অব্যাহত রাখা হবে।  

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়