• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফুটপাতে জন্ম, কুকুরের মুখ থেকে শিশুকে বাঁচালো পুলিশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ১৯:৪১

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে কুকুরের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এক পুলিশ সদস্য।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে মেয়ে শিশুটিকে উদ্ধার করেন ডবলমুরিং থানার এসআই মোস্তাফিজুর রহমান।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে তিনটি কুকুর বাচ্চাটিকে নিয়ে টানাটানি করছিল। সেখানে দেখে বাচ্চাটাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসআই মোস্তাফিজ আরও বলেন, নবজাতকটির মা একজন মানসিক ভারসাম্যহীন। পরে নবজাতকের সঙ্গে ফুটপাতেই থাকা তার মা মানসিক প্রতিবন্ধীকেও খোঁজে বের করে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান এসআই মোস্তাফিজ। তাদের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বাচ্চাটা সুস্থ আছে।

তিনি আরও বলেন, হাসপাতালের একজন মা আপাতত বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াচ্ছে। আর আমি বাচ্চাটির ওষুধ প্রয়োজনীয় কাপড় চোপড় কিনে দিয়েছি। মা-মেয়ে দুইজনই সুস্থ আছেন বলেও জানিয়েছেন মোস্তাফিজ।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ নিতে বাড়িতে কনস্টেবল, আটকে ৯৯৯-এ কল
এবার মিরপুরে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
‘ভুল করলে জিরো টলারেন্স নীতি থেকে বাদ যাবে না পুলিশ সদস্যও’
চলছে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ, ৩ বাস ভাঙচুর
X
Fresh