• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

  ১৮ আগস্ট ২০১৯, ১৮:২৪
নাজিম উদ্দিন
নাজিম উদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ড গনিপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার ভোর রাত ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন জানান, বেশ কয়েকদিন যাবত গায়ে জ্বর নিয়েই নাজিম হিমাচল পরিবহনে ঈদের ডিউটি করছিল। গতকাল শনিবার ছুটিতে জ্বর নিয়ে বাড়িতে এসে তার মাকে জানায় গায়ে প্রচুর জ্বর। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত স্থানীয় রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বাবা-মাকে বেঁধে রেখে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
---------------------------------------------------------------

সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে ভোর রাত ৪টা ৪৫ মিনিটে নাজিম উদ্দিন মারা যায়। রোববার বিকেলে পারবিারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
X
Fresh