logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

পরিচয় পাওয়া গেছে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার মৃত নারীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
|  ১৪ আগস্ট ২০১৯, ১০:৪৩ | আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১২:০০
মরদেহ, নারী, শীতলক্ষ্যা
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় শীতলক্ষ্যা থেকে মৃত অবস্থায় উদ্ধার নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম নাজনীন আক্তার (২২)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে উদ্ধারের পর বিকেলে পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে।

জানা যায়, গেল সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নাজনীন আক্তার। সেদিন বিকেলে নাজনীনের বাবা গোলাম শিকদার গোল্লা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারা সপরিবার নিয়ে রূপগঞ্জে বসবাস করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাওলাদার জানান, মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধারের সময় নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিকেলে পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ার আগ পর্যন্ত তার মৃত্যুর কারণ বলা যাবে না।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, একজন সেবিকা নিখোঁজ ছিলেন। তার মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন 

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়