logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

মাদরাসাছাত্রীর মুখে ব্লেড মেরে জখম করলো বখাটে

ছাত্রী, ব্লেড, বখাটে
সাতক্ষীরায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মাদরাসাছাত্রীর মুখে ব্লেড দিয়ে টান মেরে রক্তাক্ত জখম করেছে নাহিদ নামের এক বখাটে।

গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুখরালি এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ কুখরালি এলাকার সিরাজউদ্দিনের ছেলে।

আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বখাটে নাহিদ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। ছাত্রীর পরিবার বিষয়টি নাহিদের বাবাকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। গেল চারদিন আগে ওই ছাত্রীকে ছেলেপক্ষ দেখতে আসে। তাদের পছন্দও হয়। এ ঘটনা জানার পর নাহিদ আজ সকালে ছাত্রীর বাড়িতে ঢুকে ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার মুখে পাঁচটি সেলাই করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জেবি

RTVPLUS