• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিলের কথা না ভেবে সুচিকিৎসা নিশ্চিত করুন: মাশরাফি

নড়াইল প্রতিনিধি. আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৯, ১৭:২০
Mashrafe
সদর হাসপাতাল পরিদর্শন কালে মাশরাফি বিন মুর্তজা

ঝটিকা অভিযান চালাচ্ছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। দিনভর বিভিন্ন হাসপাতাল ঘুড়ছেন, রোগীদের সঙ্গে কথা বলছেন, ডাক্তারদের সঙ্গে করছেন মত-বিনিময় সভা।

বৃহস্পতিবার সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় যোগদান করেন মাশরাফি।

তিনি বলেন, বিলের কথা চিন্তা না করে আগে হাসপাতালের মেশিনগুলো ঠিক করার ব্যাবস্থা করুন। কি করলে রোগীরা সঠিক চিকিৎসা সুবিধা পাবে সেটা চিন্তা করুন।

সংসদ সদস্য সদর হাসপাতাল পরিদর্শন কালে ভেঙ্গু ও অন্যান্য রোগীদের খোঁজ খবর নেন। এ সময় তিনি অতি জরুরি ভাবে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিকল যন্ত্রপাতি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: খালেদা জিয়া কারাবন্দি না থাকলে ডেঙ্গু মোকাবিলায় মানুষের ঢল নামতো: রিজভী
---------------------------------------------------------------

গোটা দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে উল্লেখ করে মাশরাফি বলেন, এর প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কি কি করণীয় এবং হাসপাতালের পরিস্কার পরিছন্নতা কর্মীসহ জনবল নিয়োগের বিষয়সহ হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মাশরাফি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো. শাকুর, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ সংশ্লিস্ট কমিটির কর্মকর্তা, সদর হাসপাতালের কর্মকর্তাগণ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh