• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামের খামারিরা ব্যস্ত গরু মোটাতাজাকরণে (ভিডিও)

চট্টগ্রাম ব্যুরো, চট্টগ্রাম

  ০৩ আগস্ট ২০১৯, ২১:০৩

কুরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খামারিরা ব্যস্ত সময় পার করছেন গরু মোটাতাজাকরণে। বিজয়, ড্যানি সিডাক, সালমান শাহসহ নানা নামের গরু প্রস্তুত করছেন বাজারে তুলতে।

এসব গরুর দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত। প্রাণিসম্পদ বিভাগ বলছে, খামারগুলোতে চাহিদার চেয়ে কুরবানির পশু কম রয়েছে।

বিজয় নামের ফ্রিজিয়ান জাতের বড় আকারের গরুটি কুরবানির হাটে বিক্রি করতে প্রস্তুত করছেন চট্টগ্রামের বায়েজীদ থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার আজিজ মিয়া। গরুটির প্রতিদিনের খাবারের মেন্যুতে থাকছে কাঁচা ঘাস, ভূষি, কলা ও আপেল। প্রায় ৩০ মন ওজনের বিজয়ের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।

বিজয়ের মতো ড্যানি সিডাক আর সালমান শাহও কুরবানির হাটে ওঠার অপেক্ষায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক আরটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম জেলায় এবার কুরবানির জন্য প্রয়োজন প্রায় সাত লাখ ২০ হাজার পশু। যার বিপরীতে আছে ছয় লাখ ১০ হাজার।

দেশের অন্যান্য জেলার পশু এ চাহিদা পূরণ করবে বলে মনে করেন এ কর্মকর্তা।

তবে, ভারত থেকে গরু এলে দেশীয় গরুর ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খামারিরা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh