• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পথসভা

নড়াইল প্রতিনিধি

  ০৩ আগস্ট ২০১৯, ১৭:০৯
ডেঙ্গু, জ্বর, প্রতিরোধ

নড়াইলে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার র‌্যালিটি পুরোনো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।

পথিমধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশ এই র‌্যালি ও পথসভার আয়োজন করে।

পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজের বাড়িসহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। সকলকে খেয়াল রাখতে হবে কোথাও যেন পানি না জমে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।

এ সময় বক্তারা আরও বলেন, কোনও ধরনের গুজবে কান দিবেন না। আইনও নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশ প্রশাসনকে খবর দিন।

র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সী, গণপূর্ত নড়াইলে নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
X
Fresh