• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ০৮:৫১
ব্যবসায়ী, মৃত্যু, জ্বর
ডেঙ্গু জ্বরে নিহত কাপড় ব্যবসায়ী আব্দুল মালেক

টেকনাফে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল মালেক (৩৩) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল মালেক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ও টেকনাফ বাজারের কাপড় ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে।

মালেকের ছোট ভাই কায়সার উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, সপ্তাহখানেক আগে টেকনাফে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হলে সাতকানিয়ায় চলে যান মালেক। সেখানে দুইদিন পর সাতকানিয়া মামনি হাসপাতালে ভর্তি হয়ে ডা. রবিউল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গেল ২৮ জুলাই চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামের শেভরন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডেঙ্গু ধরা পড়ে। এখানে দুইদিন চিকিৎসার পর তার অবস্থার আরও অবনতি হলে গেল মঙ্গলবার তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আব্দুল মালেকের স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে টেকনাফের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সেইসঙ্গে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
X
Fresh