• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ৩ (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৯, ১৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এলে রোহিঙ্গা তরুণীসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসে কাগজপত্র নিয়ে আসলে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গা তরুণীর নাম মরিজান (১৭)। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকের মিয়ার মেয়ে। বর্তমানে সে কক্সবাজার কুতুপালংয়ের ই-ব্লকে থাকে।

তার সঙ্গে থাকা দুই দালাল হলেন, জেলার কসবা উপজেলার নেমতাবাদ এলাকার মোখলেছ মুন্সী ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের লিপা বেগম।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভাতিজিকে ধর্ষণের পর হত্যা, চাচার মৃত্যুদণ্ড
---------------------------------------------------------------

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট সহকারী পরিচালক জামাল হোসেন জানান, ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার জন্য লিপি বেগম নামে এক নারী মোখলেছ মুন্সীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। তরুণীকে মোখলেছ মুন্সীর মেয়ে তানজিনা আক্তার সাজিয়ে তার জন্ম সনদ ও জাতীয়তার সনদ নিয়ে আসেন। যাচাই-বাছাইয়ের সময় কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, পাসপোর্ট অফিসের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে আটক করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম ও অপরাধের গল্প নিয়ে ‘মেয়ে’
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক
বিচ্ছেদের খবর জানালেন শাহরুখ কন্যা সুহানা
শাহীনকে না পেলে আত্মহত্যা করবেন তরুণী
X
Fresh