• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অর্ধশতাধিক

নোয়াখালী প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৯, ১৫:৩১
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

গেল এক সপ্তাহে নোয়াখালীর সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আজ সকালেই বিভিন্ন হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুর এই প্রকোপ বাড়ায় চরম আতঙ্কে রয়েছেন জেলাবাসী। এখন পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩১ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৫ জন।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা মমিনুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়িতে এসেছেন। বাকিরা নিজ জেলাতেই আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। বাকি ৯ জন জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ৫০০ টাকায় পরীক্ষা-নিরীক্ষা করছে।

এছাড়াও ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রগুলো শনাক্ত করে সেগুলো নিধন করার পরিকল্পনাও হাতে নিয়েছে বলে জানিয়েছেন এ সিভিল সার্জন কর্মকর্তা।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইফয়েড-মশাবাহিত রোগের টিকাও পাবে শিশুরা
গুলশান-বারিধারায় মশার চাষ হচ্ছে: মেয়র আতিক
সোনারগাঁ মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন
শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে