• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

সোনারগাঁ মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন

মোশারফ হোসেন খসরু, সোনারগাঁ প্রতিনিধি

  ০১ জুন ২০২৪, ০১:৩৭
সোনারগাঁ মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন
ছবি : আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাশ্মশানের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৩০ বছর পর এ শ্মশানের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হলো।

শুক্রবার (৩১ মে) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জ বাজার সংলগ্ন সোনারগাঁ মহাশ্মশান প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতিতে ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন ছাড়াও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটির সদস্য নীলোৎপল রায় বলেন, প্রাথমিকভাবে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই আহ্বায়কের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নীলোৎপল রায়, কিশোর সরকার, রসময় সরকার, শান্তি সরকার, মুকুল রায়, বিনয় দাস, উত্তম দাস, সঞ্জয় মালাকার, জগন্নাথ দাস, কমল বর্মণ, নারায়ণ চন্দ্র বর্মণ, শংকর সাহা, রূপন কুমার দাস, সুমিত রায়, সুদন চন্দ্র সরকার ও অমর বিশ্বাস, লিটনদাস ও সুকুমার সরকারসহ ৩০ জনের নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেফাজত কান্ডে সোনারগাঁওয়ে দুই সাবেক সাংসদসহ ১২৮ জনকে আসামি করে মামলা
কবরস্থানের জমি বিক্রি, দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন 
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ
সোনারগাঁয়ে নিম্ন আয়ের হিন্দুদের মাঝে যুবদলের উপহার সামগ্রী বিতরণ