• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৯, ১৫:৫০
মৃত্যুদণ্ড, আসামি, হত্যা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের আরও এক বছরের জেল দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. মাসুদ, পারভেজ হোসেন, হবিবর রহমান হবি, ফজলুর রহমান ও সরোয়ার আফু। যাবজ্জীবনদণ্ডপ্রাপ্তরা হলেন, বিল্লাল হোসেন, সোহেল রানা, মো. মঞ্জু, রইচ উদ্দিন, মতিউর রহমান ও মো. কবির। বাকি ৬ জনের মধ্যে একজনকে সাত বছর ও ৫ জনকে তিন বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই স্থানীয় পোড়াদহ এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কোন্দলে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর তারিখে পোড়াদহ বাজারের পাশ দিয়ে যাবার সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা আসামিরা নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে শাহীন রহমান সজিব বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় ঘোষণা করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরব‌নে খা‌লে ভাস‌ছিল বা‌ঘের মরদেহ
ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন
জি কে শামীমের জামিন ঘিরে প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা
৯৯৯-এ জানানো যাবে উপজেলা নির্বাচনের অভিযোগ
X
Fresh