• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ৩১ জুলাই ২০১৯, ১৫:৩৪
মরদেহ, মুক্তিপণ, ব্যবসায়ী
নিহত শ্যামল কুমার সাহা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পার্শ্ববর্তী বগুড়া জেলার ধুনট উপজেলার দিঘলকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াছিন নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত শ্যামল সোনামুখি বাজারের মৃত সত্যেন্দ্রনাথ সাহার ছেলে।

নিহতের ছোট ভাই দীপক কুমার সাহা জানান, গেল সোমবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় আমার ভাই বাড়ি থেকে বের হন। কিন্তু সেদিন আর সে বাড়ি ফিরেনি। পরে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

দুপুরে মরদেহ দিঘলকান্দি এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শ্যামল কুমার সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার পরিবারের কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর 
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
X
Fresh