• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রমেকে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ৫৮ রোগী

রংপুর প্রতিনিধি

  ৩১ জুলাই ২০১৯, ১৪:৩২
ডেঙ্গু, জ্বর, রংপুর, মেডিকেল

গেল ৯ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতাল খেকে ১৫ জন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখনও ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম শাহেদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, এনেস ওয়ার্ডে যে কিড ব্যবহার করার কথা তা সারাদেশে সরবরাহ নেই। যে কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হচ্ছে না।

রোগীরা বাহির থেকে পরীক্ষা করে আসছেন। তবে মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মেডিকেলের ছয়টি ওয়ার্ডে ২৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত চার শিশু ও আট নারীসহ ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীদের মধ্যে প্রায় সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি কাল, মানতে হবে যেসব নির্দেশনা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১ 
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
X
Fresh