• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে নদী থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ২৫ জুলাই ২০১৯, ১৫:৪৬
দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
লালমনিরহাটে নদী থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাটক্ষেত থেকে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজ দুই গৃহবধূর মরদেহ অবশেষে উদ্ধার করেছে ডুবরি দল।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা এলাকার ডোরা নদী (তিস্তার শাখা) থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (২৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে ডোরা নদী পাড়ি দিয়ে পাটক্ষেতে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজ হন তারা।
মৃতরা হলেন, ওই আরাজি দেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম (৫২) ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম (৪৮)। তারা সম্পর্কে একে অপরের জা বলে জানা গেছে।
আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, বুধবার দুপুরে দুই গৃহবধূ পাট গাছের পাতা সংগ্রহ করতে পাশের ডোরা নদী পাড়ি দিয়ে ওপারে যান। এরপর থেকে নিখোঁজ হন ওই দুই গৃহবধূ। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর না পেয়ে ওই নালার স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল তদন্ত করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh