• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপরে যমুনার পানি, পানিবন্দি ২ লক্ষাধিক মানুষ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২০ জুলাই ২০১৯, ১২:৫৮

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমে শনিবার সকালে বিপদ সীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কিছুটা কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এছাড়া যমুনা নদী অভ্যন্তরীণ নদীগুলোতে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার্ত মানুষেরা উঁচু বাঁধ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের তলদেশে ফাটলের সৃষ্টি হওয়াতে সেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে বাঁধ রক্ষায় কাজ করছে পাউবো। একই সাথে পানির চাপ বেশি থাকায় শুক্রবার রাতে শহরের রাণীগ্রাম এলাকায় পাউবোর বাঁধের দুই জায়গায় দেবে লিকেজ হয়ে পানি বের হতে শুরু করেছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীবেষ্টিত ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে ৩৫৪টি আশ্রয়কেন্দ্রে স্থান পেয়েছে প্রায় ১১ হাজার বন্যার্ত মানুষ। ১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে জেলার প্রায় ৭ হাজার ৫৪১ হেক্টর পরিমাণ জমির পাট, রোপা আমন, আউশ ও সবজির ক্ষেত তলিয়ে গেছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য ৩৫৪ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা আক্রান্ত ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় ত্রাণসামগ্রীর পরিমাণ খুবই অপ্রতুল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh