logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
|  ১৯ জুলাই ২০১৯, ১৪:৩৫ | আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৪:৪৩
বজ্রাঘাত, মৃত্যু, বাবা, ছেলে
হাওরে মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের রৌয়া হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ভানু মিয়া (৪৬) ও তার ছেলে সুমন মিয়া (১৭)। তারা ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকালে নৌকায় করে রৌয়া হাওরে মাছ ধরতে যান ভানু মিয়া ও তার ছেলে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে বাবা ও ছেলে দুজনেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়