• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ জুলাই ২০১৯, ০৯:১৮
বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিপ্লব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লার চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত বিপ্লব চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় ১৪টি মাদকের মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের সময় আহত হয়েছেন ডিবি পুলিশের এসআই ওসমান ও এএসআই সোহেলসহ দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান বন্দুক উদ্ধার করেছে ডিবি।

পুলিশ জানায়, রাত আড়াইটায় একাধিক মাদক মামলার আসামি বিপ্লবকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি ছুড়লে ডিবি পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh