• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ভুয়া চিকিৎসক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৯, ০৯:৩৩
ভুয়া চিকিৎসক

সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এম এ নাঈম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

রোববার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার জকসিনবাজার এলাকার মেসার্স কাজী ফার্মার নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে আটক করা হয়।

পরে আটককৃত ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান।

র‌্যাব জানান, দীর্ঘদিন থেকে নাঈম সনদ ছাড়াই সকল ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। এমন সংবাদের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে নাঈমকে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. খবিরুল আহসান আরটিভি অনলাইনকে বলেন, ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়াই বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে র‌্যাবের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গার দুটি কেন্দ্রে আটক ৩, একজনের কারাদণ্ড
ব্যালট পেপার বাইরে, প্রিজাইডিং অফিসার আটক 
ভোট কিনতে গিয়ে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
কেন্দ্রের সামনে টাকা বিতরণ, সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৪ 
X
Fresh