• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ছেলে ধরা আতঙ্কে অস্থিতিশীল লক্ষ্মীপুর (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৯, ১৭:৫৬

লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে ছেলে ধরার আতঙ্ক বিরাজ করছে। এতে চরম উৎকণ্ঠায় স্থানীয়রা। সম্প্রতি ছেলে ধরা সন্দেহে একাধিক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটকের ঘটনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে গুজবে কান না দিয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

কয়েকদিন আগে লক্ষ্মীপুর সদর উপজেলায় ছেলে ধরা সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মানসিক ভারসাম্যহীন বললে ছেড়ে দেয় পুলিশ। পরে আরও দুই শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে গণপিটুনি দেয়া হয়। এসব ঘটনাকে পুঁজি করে একটি চক্র ছেলে ধরার অপপ্রচার চালায়। যা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে জেলায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা মনে করছেন গুজব ছড়িয়ে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি বিশেষ মহল।

এই পরিস্থিতিতে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন মতবিনিময় সভার আয়োজন করে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। এ বিষয়ে পুলিশ সচেতন আছেন বলে জানান তিনি। এছাড়া তিনি জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
বরাদ্দের আগেই প্রতীক দিয়ে ফেসবুকে প্রচারণা, দুই প্রার্থীকে শোকজ
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
X
Fresh