• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনি, যু্বক নিহত

সাভার প্রতিনিধি

  ১৩ জুলাই ২০১৯, ১৫:৩০
গণপিটুনি, মৃত্যু, যুবক

সাভারের আশুলিয়ায় ডাকাত সন্দেহে এক যুবককে গ্রামবাসী গণধোলাই দিলে এক যুবক মারা যান।

শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরীপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রবীন্দ্রনাথ (২৫)। তিনি সাভারের বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশ্বম্ভর নাথের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে গৌরীপুরের দক্ষিণপাড়া এলাকার গাজী মণ্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও রবীন্দ্রনাথ নামের ওই যুবককে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

আশুলিয়া থানার এসআই মো. নাহিদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, গৌরীপুরের দক্ষিণপাড়া এলাকায় ভোররাতে গণপিটুনিতে এক যুবক মারা গেছে। বিষয়টি ডাকাতি নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পরেও বাঁচানো গেল না যুবককে
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh