• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দেয়াল ধসে শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি

  ০৩ জুলাই ২০১৯, ১৩:০১
গ্যাস, লিকেজ, বিস্ফোরণ

সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে মো. তাছিম হাসান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার হাজী আকবর আলীর মালিকানাধীন একতলা ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হন। নিহত শিশু তাছিম হাসান মাগুড়ার নাজমুল হোসেনের ছেলে।

আহতরা হলেন আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া।

আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, গত কয়েক দিন ধরে গ্যাসলাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও সারানো হয়নি। সকালে রান্না করার সময় বিস্ফোরণ হয়ে একতলা ভবনের দুপাশের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিজাউল হক দিপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির মালিকের কোনও গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh