logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০, ১০ মাঘ ১৪২৭

গ্রাম থেকেও কম সুবিধায় আছেন ডিএনসিসি’র ৪৪ নং ওয়ার্ডবাসী (ভিডিও)

আরটিভি রিপোর্ট
|  ২৭ জুন ২০১৯, ১৬:৩১ | আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:৫১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের এখনও নিশ্চিত হয়নি সিটি কর্পোরেশনের নূন্যতম নাগরিক সুবিধা। এখানে নেই ওয়াসার পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়ক বাতির মতো কোনও সেবাই।  তবে কাউন্সিলর বলছেন, বাজেট পেলে শুরু হবে উন্নয়ন। 

উত্তরখান থানার কাঁচকুড়া, দোবাদিয়া, ভাঁতুড়িয়া ও বেঁতুলি নিয়ে ৪৪নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি কিছু দিন আগেও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকায় সেখানে উন্নয়নের ছোঁয়া নেই।

এই এলাকার বেশীরভাগই রাস্তা সরু মাটির। এসব রাস্তার বিভিন্ন অংশে এবড়ো থেবড়ো গর্ত।  এসব এলাকায় এখনো পৌঁছাইনি ওয়াসার পানি, গ্যাস লাইন, পয়ঃনিষ্কাশনের লাইন, সড়কবাতিসহ সিটি কর্পোরেশনের অন্যান্য নাগরিক সুবিধা।

ওয়ার্ডের কাঁচকুড়া এলাকায় সড়কের অবস্থা একেবারেই নাজুক। ভাঁতুড়িয়া এলাকায় এখনও দেখা মিলবে মেঠো পথ। নেই খেলার মাঠ, ভালো কোনও শিক্ষা প্রতিষ্ঠান।

এলাকার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল (শফিক) বলেন,  বাজেট হাতে পেলেই কাজ শুরু হবে।

তবে ওয়ার্ডটির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবী  জানিয়েছেন এলাকাবাসী।

জিএ/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়