logo
  • ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু দিয়ে যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ২৪ জুন ২০১৯, ১৫:৩১ | আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:০৪
সরাইল উপজেলার ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু, ছবি: আরটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়েছে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ (ওসিজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন।

সীমিত আকারে সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে সেতু পারাপার হচ্ছে বলে জানা গেছে।

বেলা ১১টার দিকে নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন আরটিভি অনলাইনকে জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ। তবে সীমিত আকারে সেতুর একপাশ দিয়ে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়