• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুই লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি

  ১৯ জুন ২০১৯, ১২:৫৫

নওগাঁয় দুই লাখ ৩২ হাজার ৬০০ টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে শহরের মেরিগোল্ডপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহিন (২৮)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপিনাথপুর গ্রামের নাসির শিকদারের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গ্রেপ্তার শাহীন শহরের মেরিগোল্ডপাড়ার আশরাফের বাড়িতে ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুই লাখ ৩২ হাজার ৬০০ টাকার জালনোট ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে সদর মডলে থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিআইওয়ান মোসলেম উদ্দিন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh