• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৫ জুন ২০১৯, ২৩:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বড়তল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলো সুজন (১৪) ও রিফাত (১৩)। তারা ওই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম মজুমদার আরটিভি অনলাইনকে জানান, বড়তল্লা এলাকায় রেললাইনের পাশেই সুজন-রিফাতের বাড়ি। বিকেলে রেললাইনের পাশে তারা খেলা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মোর্শেদ মিয়া আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলো সুজন ও রিফাত। বিকেলে তারা বাড়ির পাশে রেললাইনে বসা ছিল। এর কিছুক্ষণ পরই শুনতে পান তারা ট্রেনের নিচে কাটা পড়েছে। ঘটনাস্থলেই মারা যায় দুই ভাই।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটার হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের
ঝরনা দেখতে গিয়ে অপহৃত সহোদরসহ ৩, পালিয়ে এলেন এক ভাই 
X
Fresh