• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আনন্দ নেই নুসরাতের পরিবারে

আজাদ মালদার

  ০৬ জুন ২০১৯, ১৪:৩১

ফেনীর সোনাগাজীর প্রতিটি ঘরে ঘরে যখন ঈদের আনন্দ, তখন নিহত মাদরাসা ছাত্রী নুসরাতের পরিবারে নেই কোনো আনন্দের রেশ। নুসরাত না থাকায় শোকের মাতম চলছে তার পরিবারে। আদরের সন্তান আর প্রিয় ছোট বোনকে হারিয়ে পরিবারটি এখন বাকরুদ্ধ । প্রতিবার ঈদে এলাকার মানুষজন নুসরাতদের বাড়িতে যেতো বেড়াতে। কিন্তু এবার তারা ঈদের দিন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানিয়েছে সমবেদনা।

আপনজন হারানোর বেদনায় কাতর পরিবারটিতে এবার ঈদ যেনো এসেছে শুধুই হাহাকার নিয়ে।

স্মৃতিকাতর নুসরাতের ভাইরা জানান, প্রতিবছর ঈদে পরিবারের সবাই নুসরাতের পছন্দ করে কেনা ঈদের কাপড় কিনতো। আর এবার এসব কেবলই দুঃসহ স্মৃতি।

প্রিয়জনকে হারানোর পাশাপাশি পরিবারটি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে জানান তারা।

মাদরাসা শিক্ষকের অন্যায় প্রতিবাদ করায় গত ৬ এপ্রিল কৌশলে মাদরাসার ছাদে নিয়ে গায়ে আগুন দেয় সন্ত্রাসীরা।

এরপর চিকিৎসা অবস্থায় গত ১০ এপ্রিল রাতে মারা যান নুসরাত। এ হত্যাকান্ডে সঙ্গে জড়িত ১৬ জনকে অভিযুক্ত করে ইতোমধ্যেই আদালতে চার্জসীট দিয়েছে পিবিআই।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
চার শিক্ষার্থীকে ধর্ষণ, মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে বালুচাপা দিয়ে মাদরাসা শিক্ষককে হত্যা 
X
Fresh