• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ব্যাপক প্রস্তুতি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ৩০ মে ২০১৯, ১১:২১

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ফেরি চলাচলকে স্বাভাবিক রাখতে এই নৌপথে যুক্ত হবে আরও পাঁচটি ফেরি।

এছাড়া বিকল ফেরি মেরামতের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিসহ ভাসমান কারখানা ‘মধুমতি’ প্রস্তুত রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে এ রুটে থাকে যাত্রীদের বাড়তি চাপ। তাই এবার ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এ রুটে চলাচলকারী ১৬টি ফেরির সঙ্গে যুক্ত হচ্ছে আরও পাঁচটি ফেরি। থাকছে লঞ্চ ও স্পিডবোট।

যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও টিউবওয়েল। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স সুবিধাও।

চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম রুখতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সব মিলিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন প্রশাসনের আন্তরিক চেষ্টায় এবার এই নৌরুটে ঈদযাত্রা স্বস্তির হবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রেজাল্ট দিছে, আমি আর বাঁচতে পারলাম না’
সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, ব্যাপক সচেতনতা কার্যক্রম 
১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ ইউপিতে রোববার ভোট, প্রস্তুতি সম্পন্ন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
X
Fresh