• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উত্তারাঞ্চলের সবচেয়ে বড় টমেটোর বাজার গাবুড়াহাট (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মে ২০১৯, ১৩:১৫

দিনাজপুরের গাবুড়াহাটে জমে উঠেছে উত্তারাঞ্চলের সবচেয়ে বড় টমেটোর বাজার। গ্রীষ্মকালীন এই নাবিজাত টমেটোর এবার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও সরবরাহ হচ্ছে এই টমেটো। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক ও ব্যবসায়ীরা। তবে, দ্রুত পচনশীল এই সবজি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের।

গ্রীষ্মকালীন টমেটোর বেচাকেনায় প্রতিদিনই জমজমাট থাকে দিনাজপুর সদর উপজেলার গাবুড়াহাট। টমেটো কিনতে এ হাটে আসেন ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। মণ প্রতি টমেটো বিক্রি হচ্ছে চারশ’ থেকে পাঁচশ টাকায়। চাহিদা থাকায় বাজারে টমেটোর আমদানিও ভালো।

হাটের ইজারাদার জানান, এখান থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান তিনি।

কৃষি কর্মকর্তারা বলছেন, এবার দিনাজপুরে ১১২১ হেক্টর জমিতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন টমেটোর উৎপাদন হয়েছে। গ্রীষ্মকালীন এই সবজি সংরক্ষণে উদ্যোগের আশ্বাসও দেন তিনি।

গ্রীষ্মকালীন এই সবজির ন্যায্য দাম নিশ্চিতসহ সংরক্ষণে সরকারের আন্তরিক উদ্যোগ চান দিনাজপুরবাসী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh