• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় মহিলা জামায়াতের ৪৭ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৪ মে ২০১৯, ১৫:৩০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গোপন বৈঠক করার সময় মহিলা জামায়াতের ৪৭ নেতাকর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের টিটু মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদি বই, লিফলেট ও টাকা আদায়ের রশিদ। তারা ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, মহিলা জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে টিটু মিয়ার বাড়ি থেকে ৪৭ জন নারীকে আটক করা হয়। আটক করা হয় বাড়ির মালিক টিটু মিয়াকেও। তারা সবাই ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা জামায়াতের নেতাকর্মী। এসময় উদ্ধার করা হয় কিছু জিহাদি বই, লিফলেট ও টাকা আদায়ের রশিদ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঈদকে সামনে রেখে তারা চুয়াডাঙ্গা জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh