• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

  ০৭ মে ২০১৯, ২২:২৫

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করার দায়ে এক নারীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম খান আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন হলেন- চুন্নু মোড়ল, নুরু মণ্ডল, সেলিম চৌকিদার ও স্বপ্না বেগম।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মির্জা হজরত আলী জানান, ২০১৭ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের স্কুলছাত্রী রিমাকে অপহরণ করে একটি নির্জন বাড়িতে নিয়ে যায় আসামিরা। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর চুন্নু মোড়ল, নুরু মণ্ডল ও সেলিম চৌকিদার রিমাকে শ্বাসরোধে হত্যার পর হাত-পা ও পেট কেটে স্বপ্নার বাড়ির খাটের নিচে রেখে দেয়। দুদিন পর রিমার মরদেহ এক কিলোমিটার দূরে মজিদ হাওলাদারকান্দি গ্রামের খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাঠি দিয়ে ঢেকে রেখে আসে আসামিরা। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রিমার বাবা ইলিয়াস চোকদার একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। এই মামলায় আজ মঙ্গলবার আসামিদের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মির্জা হজরত আলী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh