• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

দিনে গ্রেপ্তার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাদারীপুর প্রতিনিধি

  ৩০ এপ্রিল ২০১৯, ১০:০৪

মাদারীপুরের কালকিনি উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিনগত মধ্যরাতে উপজেলার উত্তর চড়আইড় কান্দি গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম যক্ষ্মা। তিনি উপজেলার কয়ারিয়া গ্রামের সোহরাব খানের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত জহিরুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, সোমবার জহিরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে রাতে মাদক উদ্ধারে উত্তর চড়আইড় কান্দিতে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে জহিরুলের সহযোগীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জহিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৮ এর এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
সকালে মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় নিহত তরুণ
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত
রাজধানীতে মাদকসহ ২৪ জন গ্রেপ্তার
X
Fresh