• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ২২:২০

মৌলভীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০ মামলার পলাতক আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু নিহত হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মুমিন উল্লাহসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার দুপুর একটার দিকে শহরের রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক আরটিভি অনলাইনকে জানান, শনিবার দুপুরে শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন খবর পায় গোয়েন্দা পুলিশ।

পরে ঘটনাস্থলে অভিযানে গেলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জিতু ও তার সহযোগী শিপন। এ সময় আত্মরক্ষার্থে গোয়েন্দা পুলিশও পাল্টা গুলি চালালে জিতু আহত হন। শিপন কৌশলে পালিয়ে যায়।

পরে জিতুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক আরও বলেন, জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলাসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
X
Fresh