• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুর বিভাগের ৪ জেলায় চলছে পরিবহন ধর্মঘট

দিনাজপুর প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৯, ০৯:২২
ফাইল ছবি

চট্টগ্রামে ডিবি পরিচয়ে বাসচালক জালাল উদ্দিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী এই জেলায় আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

মটোর পরিবহন শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে জেলার সকল রুটে সব ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছে।

শ্রমিক নেতারা জানান, চালক জালাল উদ্দিনের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সোমবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে পটিয়া উপজেলার শিকলবাহা এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি বাস আটক করে চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে ইয়াবা থাকার কথা বলে বাসে তল্লাশির চালায় এবং চালককে মারধর করে ফেলে রেখে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জালাল উদ্দিন দিনাজপুরের দশমাইল এলাকার দরবারপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 
বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
X
Fresh