• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা, আহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২২ এপ্রিল ২০১৯, ২০:২১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ এলাকায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ১৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আহত হয়েছেন তিন এএসআইসহ ৬ পুলিশ সদস্য।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, ওয়াসিমকে গ্রেপ্তার করতে গেলে সেখানকার তার লোকজন জড়ো হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলিবর্ষণ করি। ওয়াসিমকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

আহত ৬ পুলিশ সদস্যের মধ্যে তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল বলে জানিয়েছেন ওসি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh