logo
  • ঢাকা বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত

ফেনী প্রতিনিধি
|  ১৩ এপ্রিল ২০১৯, ১১:২৪ | আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৪১
ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। 

আজ শনিবার ভোরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভোলার চর ফ্যাশনের মনোয়োর হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও জসীম উদ্দিনের ছেলে সোহাগ (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ডাকাতদের এলাকাবাসী পিটুনি দেয়। এসময় একজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেয়া হলে অন্য দুজন মারা যান।

দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আহত হয় ৫ ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান, গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়