logo
  • ঢাকা বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

কর্ণফুলীতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
|  ০৯ এপ্রিল ২০১৯, ১৩:২১
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে।

যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আকবর  ও একই গ্রামের আবদুল খালেকের ছেলে হানিফ।

হাবিবুর রহমান নামের নিখোঁজ আরও একজনের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন আরটিভি অনলাইন জানান, গেল রোববার রাতে কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হন। এরপর থেকে ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ সকালে দুজনের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়